শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোষ শ্রীফলতলা গ্রামে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা ভেকু মেশিন দিয়ে কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান। তিনি উপস্থিত হওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেনের জিম্মায় রাখা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘোষ শ্রীফলতলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর খননের মাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। সম্প্রতি তারা লোভের বশবর্তী হয়ে গ্রামের প্রধান চলাচলের রাস্তা পর্যন্ত কেটে ফেলতে শুরু করে। এতে গ্রামবাসীর যাতায়াত বন্ধ হয়ে যায় এবং কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা ও রোগীদের হাসপাতালে নেওয়াসহ নিত্যদিনের কাজে চরম সমস্যা দেখা দেয়।
গ্রামবাসী জানান, স্থানীয় আব্দুল আলীম এ কাজে নেতৃত্ব দেন। তিনি ভেকু মেশিন ব্যবহার করে রাস্তা কেটে ফেলেন। এলাকাবাসী বারবার বাধা দিলেও তিনি কারও কথা শোনেননি। ফলে পুরো গ্রামটি যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গ্রামবাসী আরও জানান, তারা প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেও প্রতিকার পাননি। শেষ পর্যন্ত নিজেরাই বাধা দিলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
অভিযোগের বিষয়ে আব্দুল আলীম বলেন, “মাটি কাটার ঘটনায় আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে।”
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটি সংস্কার এবং অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রশাসনের তৎপরতা সাময়িকভাবে দেখা গেলেও দীর্ঘমেয়াদে এর কোনো সমাধান হচ্ছে না। তাই সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার