শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং উপজেলা সম্মেলন কক্ষের আধুনিকায়নের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পুকুরটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে থাকায় তার পরিবেশ ও সৌন্দর্য হারাতে বসেছিল। জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে এই পুকুরটি সংস্কার করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি পুকুরপাড়ে গাছ লাগিয়ে ও সুদৃশ্য বসার জায়গা নির্মাণ করে এলাকাটি জনবান্ধব বিনোদন স্পটে রূপান্তর করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পুকুরের উত্তর পাশে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। সবুজ ও পরিবেশবান্ধব উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে এ কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান,উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখযোগ্যভাবে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষটিকেও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়েছে। উন্নত শব্দ নিরোধক ব্যবস্থা, আধুনিক আসবাবপত্র, ডিজিটাল প্রজেকশন সিস্টেম ও আলোবাতাসের সুব্যবস্থাসহ একটি পরিবেশবান্ধব ও আধুনিক সভাকক্ষের আদলে কক্ষটি প্রস্তুত করা হয়েছে।
উদ্বোধনের আগে দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুরে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক প্রথমে শাহজাদপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি পৌর ভূমি ভবন, উপজেলা ভূমি ভবনসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি সেবা কার্যক্রমে আরও গতিশীলতা আনতে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের ভূমি সংক্রান্ত সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানে গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে স্বচ্ছতা ও সময়মতো সেবা নিশ্চিত করতেই হবে।”
পরিশেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বলেন, “উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে সকল দপ্তরের মধ্যে সমন্বয়,আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা, এবং এ লক্ষ্য পূরণে আপনাদের সক্রিয় সহযোগিতা কাম্য।”
উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে শুধু উপজেলাকেন্দ্রিক সৌন্দর্য্য বৃদ্ধি হয়নি, বরং এটি জনসাধারণের জন্য একটি মনোরম ও ব্যবহারোপযোগী পরিবেশ সৃষ্টি করেছে, যা প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার