নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর সৈয়দপুর থানার রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম (৩১) কে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-১৩।
মঙ্গলবার (২৭ মে) রাত ৯টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর থানার মৃত সুলতানের ছেলে।
র্যাব জানায়, ২২ মে ২০২৪ তারিখে সৈয়দপুর থানাধীন খামার পাশানগর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রফিকুলের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরই পলাতক শফিকুলকে ধরতে র্যাবের গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তি ও মানব গোয়েন্দার সহায়তায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার