৩৩৫


প্রকাশকাল ডেস্ক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমু ২০১৪-২০১৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র ছিলেন।