আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার দায়িত্ব পেলেন যারা 

ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার দায়িত্ব পেলেন যারা 

by Prokash Kal
১৬২ views

নিজস্ব প্রতিবেদক: 

 ‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের পঞ্চ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর হল রুমে এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমদ এর সঞ্চালনায় নবগঠিত জেলা কমিটির “শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের জন্য ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আহমদ।

 কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাঈদ,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাকিব, দাওয়াহ সম্পাদক শাকিল হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম,প্রকাশনা ও দফতর সম্পাদক জুনাইদ আহমদ,অর্থ ও কল্যাণ সম্পাদক নাহিদ হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক রবিউল আলম,কওমী মাদরাসা সম্পাদক আবু- সাঈদ,আলিয়া মাদরাসা সম্পাদকঃ আশিকুল ইসলাম,স্কুল ও কলেজ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুস্তাকিম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য শামীম হাসান।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের কমিটির ঊর্ধ্বতন ৩ জন ( সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক) এর নাম ঘোষণা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত