
ফরিদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি :
কচাকাটা থানার শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় কচাকাটা থানা শাখার বিভিন্ন শ্রেণি পেশার শ্রমিকদের উদ্যোগে পহেলা মে দিবস উপলক্ষে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি কচাকাটা কলেজ মাঠ হতে বাহির হয়ে, কচাকাটা থানার সামন দিয়ে গাবতলা বাজার ,মাদারগঞ্জ বাজার হয়ে আবার কচাকাটা থানার সামনে দিয়ে কচাকাটা বাজারের ভিতর দিয়ে অটো স্ট্যান্ডে এসে জমায়েত হয়।
শ্রমিকদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কচাকাটা অটো স্ট্যান্ড। উপস্থিতি দেখে সকলে মুগ্ধ হয়েছেন।
র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ এনামুল হক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, চেয়ারম্যান ১৪নং কেদার ইউনিয়ন পরিষদ। মোঃ নাজমুল আলম অফিসার ইনচার্জ কচাকাটা থানা।
উপস্থিত বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সকল বক্তারা বর্তমান সরকারের কাছে জোড়ালো দাবি করেন যে, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল ও তাদের রেসনের ব্যবস্থা করা দরকার ।
পরিশেষে শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।