আজ- বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

by Prokash Kal
১১৪ views

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সম্মেলনে দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। দলের নেতৃত্ব নির্বাচনে ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে পদত্যাগকারী জাস্টিন ট্রুডোর স্থলে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। অটোয়া থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

লিবারেল পার্টির সম্মেলনে ঘোষিত তথ্য অনুসারে, ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছেন। হাউস অফ কমন্সে (পার্লামেন্টের নিম্নকক্ষ) কানাডিয়ান সরকারের নেতা কারিনা গোল্ড এবং লিবারেল এমপি ফ্রাঙ্ক বেলিস প্রায় ৩ শতাংশ ভোট পেয়েছেন।

জাতীয় টিভি চ্যানেলগুলো অধিবেশনটি সম্প্রচার করে।

বর্তমান সরকারপ্রধান জাস্টিন ট্রুডো কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই কেবল কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আশা করা হচ্ছে, ট্রুডো খুব তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেবেন। সাইমন এরপর কার্নিকে সরকার গঠন এবং শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।

কানাডায় পরবর্তী সংসদীয় নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, কার্নি আগাম নির্বাচন ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে, যা বসন্তের প্রথম দিকেই অনুষ্ঠিত হতে পারে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত