
আন্তর্জাতিক ডেস্ক:
গাজার নিরাপত্তা নীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে সাম্প্রতিক আলোচনার জবাবে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৬ অক্টোবর) এক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, এবং তাদের নিরাপত্তা নীতির সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে।
নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, যুক্তরাষ্ট্রও একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের সম্পর্ক অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।’
তিনি আরও যোগ করেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই আমাদের নিরাপত্তা নীতি আমরা নিজেরাই নির্ধারণ করি। আমাদের ওপর হামলা আমরা সহ্য করব না, এবং হামলার জবাব দেব আমাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী যেমনটা লেবানন ও গাজায় দেখা গেছে।’
নেতানিয়াহু জানান, ইসরায়েল সামরিক অভিযানের জন্য কোনো দেশের অনুমোদন চায় না এবং গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক দল নিয়েও ইসরায়েলের নিজস্ব অবস্থান রয়েছে।
‘আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। আন্তর্জাতিক বাহিনীকে স্পষ্ট করে জানানো হয়েছে কোন বাহিনী আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, সেই সিদ্ধান্ত নেবে ইসরায়েল নিজেই। আমরা এভাবেই কাজ করছি এবং এভাবেই চালিয়ে যাব,’ বলেন তিনি।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন ওয়াশিংটনের সঙ্গে তেলআবিবের নীতিগত মতপার্থক্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিল, নিরাপত্তা নীতিতে তারা কোনো বহিরাগত নির্দেশনা মেনে চলবে না।
