আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে যে বার্তা দিলেন চরমোনাই পীর

ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে যে বার্তা দিলেন চরমোনাই পীর

by Prokash Kal
৫৬৬ views

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

পীর সাহেব বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’সহ যে কোন বিপদ-বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে থাকেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, ‘জলে-স্থলে যত বিপদ, আপদ, বালা-মুসিবত এগুলো মানুষের কৃতকর্মের ফল’। এজন্য যে কোন বিপদে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণার করার সাথে সাথে নিরাপদ আশ্রয়ে থাকা সেইসাথে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের রহমত কামনা করা প্রতিটি মুমিন মুসলমানের কর্তব্য।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, যে কোন বিপদে হিম্মতহারা বা ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর সাহায্য প্রার্থণা করা উচিত। তিনি বলেন, ঘুর্ণিঝড় মোকাবেলা করার শক্তি মানুষের নেই। নিরাপদ আশ্রয়ে যাওয়া মানুষের কাজ এবং বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করা বান্দা হিসেবে দায়িত্ব।

তিনি বলেন, বিপদে আল্লাহর নাম স্মরণ রাখা এবং তওবা করা, গোনাহ থেকে বিরত থাকা এবং নেককাজ বাড়িয়ে দেয়া। তাহলে আল্লাহ আমাদের সকলকে ভাল রাখবেন, বিপদমুক্ত রাখবেন।

পীর সাহেব চরমোনাই প্রশাসনে নিয়োজিত সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তুত রাখা যেন কোন বিপদে পড়লো মানুষের পাশে দাড়াতে পারেন এবং আশ্রয়কেন্দ্রগুলোকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত