আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি চাঁদাবাজি নিয়ে নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা যুবদলের

চাঁদাবাজি নিয়ে নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা যুবদলের

by Prokash Kal
৩২২ views

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে জাতীয়তাবাদী যুবদলের সারা দেশের নেতাকর্মীদের প্রতি চাঁদাবাজির বিষয়ে কড়া বার্তা দিয়েছে সংগঠনটি।

সোমবার বিকালে যুবদলের এক বিশেষ নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোনো ধরনের অনৈতিক সুবিধা দাবি করে, তাৎক্ষণিক তাকে ওখানেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। তার রাজনৈতিক পরিচয়সহ সভাপতি-সাধারণ সম্পাদক বা যুবদল দপ্তরের নিম্নোক্ত নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের নম্বরগুলো হলো: সভাপতি-০১৯৬৬০২২০১০, সাধারণ সম্পাদক-০১৭১২০২৮১২৬ এবং দপ্তর সম্পাদক-০১৫৭৬৯১২০৮৫।

(ঢাকাটাইমস/১২আগস্ট/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত