আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home Uncategorized চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

by Prokash Kal
১৯৩ views

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত