৯৪


নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন তক্কিপুর ব্রিজ এলাকায় র্যাব-৫ ও র্যাব-৪ মানিকগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতার মিলন শিবগঞ্জ থানার যুক্ত রাধাকান্তপুর এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে।
আসামি ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।