৭১


নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর থানার মহানন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধারায় মোট ১১টি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।