আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না: নৌ-পরিবহণ উপদেষ্টা

চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না: নৌ-পরিবহণ উপদেষ্টা

by Prokash Kal
১০৬ views

প্রকাশকাল ডেস্ক:
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই। কিন্তু এই চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না ।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, যা ওদের রক্তের সাথে মিশে গেছে ।

তিনি আরো বলেন, ১শ’ টাকার জিনিস ২-৩ শ’ টাকায় তৈরি করতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত