
নিজস্ব প্রতিবেদক:
জামিন পাওয়ার পরও আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। নিজ বাসাতেই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে শিক্ষক মজনু আহমেদ সাগরকে।
মজনু আহমেদ সাগর জানান, আমার সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা ও তার বাবা আমাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমার বাসাতে আমি নিরাপদ মনে করতেছি না। কখন কি মামলা দিচ্ছে আর কে কখন হামলা করে এই আতঙ্কে রয়েছি।
তিনি আরও বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, পুলিশ কমিশনার স্যারের কাছে অনুরোধ করছি যে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমাকে শাস্তি দিক আর আমি অপরাধী না হলে আমাকে হয়রানি করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
জানা যায়, তালাকের পর মজনু আহমেদ সাগরের নামে মাহবুবা খাতুন নীলা যৌতুক , নির্যাতনসহ ৮ টি মামলা দায়ের করে। সম্প্রীতি আরও একটি মামলা দায়ের করে যার থেকে জামিন পায় সাগর।
মজনু আহমেদ সাগরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন ।