আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শাড়ি ও লুঙ্গি বিতরণ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শাড়ি ও লুঙ্গি বিতরণ

by Prokash Kal
১৯৭ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ার।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় শাহজাদপুর পৌর শহরের দাবারিয়া মহল্লায় তার নিজ বাসভবনে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দরিদ্র নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রফেসর আবু শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মিল্ক ভিটার সাবেক পরিচালক জাকির হোসেন জাকির, সাবেক ছাত্রনেতা রফিকুল হায়দার পিটার, বিএনপি নেতা কে. এম. আরিফ, সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম প্রমুখ।

আবু ছালেকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশিদ ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, আব্দুল হালিম ও মোতালেব হোসেনসহ তাদের অনুসারী স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেন। তার স্বল্প সময়ের বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত হয়েছিল। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বগুণে তিনি অল্প সময়েই বিশ্ব নেতৃবৃন্দের কাতারে স্থান করে নেন। বক্তারা আরও উল্লেখ করেন, তিনি যদি বেঁচে থাকতেন, তবে বাংলাদেশকে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত