
ফরিদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি:
ঢাকা টঙ্গীতে বিশ্ব ইজতেমায় সাদ গ্রুপের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে জুবায়ের গ্রুপের কিছু সহযোগী মৃত্যুবরণ করেন ও অনেকে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে আছেন। সাদ গ্রুপের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার তাবলীগের যোবায়ের গ্রুপের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩জানুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তাবলীগের জোবায়ের পন্থীরা ও তৌহিদী জনতা।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন,কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মুফতি মাওলানা মমিনুল ইসলাম । তিনি সাদ গ্রুপের সকল খুনিদের খুব দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বাস দেন।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা ও অভিজ্ঞ মিছিলের সমাপ্তি ঘো
ষণা করেন।