
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ফাঁস করার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার এসআই এসএম রাকিবুলকে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকালে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনারের আদেশক্রমে এসআই রাকিবুলকে প্রত্যাহার করা হয়।
আরএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র উপকমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, সম্প্রতি এসআই রাকিবুলের সামগ্রিক কর্মতৎপরতা সন্তোষজনক ছিল না। কর্মতৎপরতায় শৈথিল্যের অভিযোগে তাকে বোয়ালিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী মহানগর পুলিশের পক্ষে নগরীতে চাঁদাবাজ চক্রের তালিকা করা হয়। পাশাপাশি একজন ব্যবসায়ী নগর যুবদল-ছাত্রদল ছাড়াও জামায়াতের কয়েকজনের একটি চাঁদাবাজির মামলা করেন। চাঁদাবাজদের তালিকাটিসহ রুজু হওয়া মামলাটি তথ্য বিভিন্ন মাধ্যমে ফাঁস করেন ওই এসআই। এতে আরএমপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এর জেরেই রাকিবুলকে প্রত্যাহার করে হয়েছে।
বিষয়টি এসআই রাকিবুলের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।