
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর থানায় পৃথক অভিযানে ১৫০৭ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন শ্রী শান্ত সিং (২৬), শ্রী মিঠুন সিং (৩৫) ও শ্রী মিনটু সিং (৩৮)।
র্যাব-৫ বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি অপারেশন দল কর্তৃক আজ সকাল ৭.৪৫ মিনিটে রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া কাজিপাড়া এলাকা হইতে ১০৩৭ (এক হায়োর সাইত্রিশ) লিটার চোলাইমদ (মাদক) সহ আসামী শ্রী শান্ত সিং (২৬), পিতা মৃত বাবলু সিং এবং থানার আরেক এলাকা হতে সকাল ৮:৪৫ মিনিটে ৪৭০ (চারশত সত্তর) লিটার চোলাইমদ সহ আসামী শ্রী মিঠুন সিং (৩৫) ও শ্রী মিনটু সিং (৩৮), উভয় পিতা- মৃত বাবলু সিং কে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।