আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী দুর্গাপূজা উপলক্ষে র‌্যাব-৫ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দুর্গাপূজা উপলক্ষে র‌্যাব-৫ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

by Prokash Kal
২০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‌্যাব-৫ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে র‌্যাব-৫ অধিনায়ক বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সর্বদা সজাগ রয়েছে।

তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ০২ অক্টোবর শুভ বিজয়ার মাধ্যমে দুর্গাপূজা শেষ হবে। উৎসব নির্বিঘ্ন করতে ২৬ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকবে: গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং। পূজামণ্ডপে বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা। স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়। সাদা পোশাকে টহল, চেকপোস্ট স্থাপন ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানি প্রতিরোধে সাইবার মনিটরিং।

পূজামণ্ডপে সিসিটিভি মনিটরিং এবং প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা।

অধিনায়ক আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেজন্য র‌্যাব-৫ সর্বদা প্রস্তুত। কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত