
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় মৎস্যজীবী জেলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্নাঢ্য র্যালিটি দুর্গাপুর ফাজিল মাদ্রাসা হতে পুরো বাজার প্রদক্ষিণ করে।
আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে, উদযাপিত হয় এই মহান মে দিবস। তিনি বলেন, প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক। দুর হোক সকল বৈষম্য। মেহনতি মানুষের পাশে আছি, থাকবো আমৃত্যু।
শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন।কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। এই সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে যুক্তরাষ্ট্রে। এই দিনে শিকাগো শহরের হে মার্কেটে ক্রমেই জড়ো হতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি ছিল, ন্যায্য মজুরি এবং কাজের জন্য নির্ধারিত সময়। যুগের পর যুগ তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ ছিল এই আন্দোলন। একেকজন শ্রমিককে সেই সময় বাধ্যতামূলক খাটানো হতো ১৫ থেকে ১৬ ঘন্টা, বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই সামান্য।
শ্রমিকদের সেই আন্দোলনে ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা। হঠাৎ শ্রমিকদেরকে ঘিরে থাকা ভিড় থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। এ ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের গুলিবর্ষনে ঝরে পড়ে ১০ থেকে ১২টি তাজা প্রাণ। ওই ঘটনায় পুলিশসহ হতাহতের সংখ্যা ছিল আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপুর থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, ইমদাদুল হক রিপন শেখ, মো: রেজাউল ইসলাম জয়েন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গন।