
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় স্ত্রী হত্যা মামলার মূলহোতা স্বামী তানভীর চৌধুরীকে মামলা রুজুর মাত্র ২২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, ১১ সেপ্টেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার ভাবানীপুর কাঠালতলী মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে তানভীর তার স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থেকে তানভীরকে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হত্যার দায় স্বীকার করেছে। তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।