আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ নওগাঁ সীমান্তে উত্তেজনা, আগামীকাল বিজিবি-বিএসএফের বৈঠক

নওগাঁ সীমান্তে উত্তেজনা, আগামীকাল বিজিবি-বিএসএফের বৈঠক

by Prokash Kal
১১১ views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ‘কাঁটাতারের বেড়া’ নির্মাণের চেষ্টা ও বিজিবির বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বস্তাবর সীমান্ত চৌকি সংলগ্ন সীমান্তের শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিল এবং স্ক্যাভেটার (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিল। এই কার্যক্রম দেখে আমাদের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণেন চেষ্টা বা ভারী কোনো স্থাপনা নির্মাণ কাজের আলামত বলে মনে হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে ফজল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাঁদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে তাদের সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা। আজকে সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত