৪০


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী শাকিলা খাতুনকে (২৯) আহত করার অভিযোগে স্বামী কাশিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার কাশিম উদ্দিন সিংড়া থানার মাঝগ্রাম গোপালপুর এলাকার মৃত হুসেন আলীর ছেলে।
গত ১০ সেপ্টেম্বর শাকিলা যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় কাশিম উদ্দিন রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত ধারালো পাট্টা দিয়ে স্ত্রীকে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় ভুক্তভোগী সিংড়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামীকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।