
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি স্বামী পরশ মন্ডল (২৩)কে গ্রেফতার করেছে র্যাব-৫।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে বেগুনিয়া গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর করে জোরপূর্বক বিষ পান করায় পরশ মন্ডল। পরে চিকিৎসাধীন অবস্থায় আন্নি খাতুন মারা যান। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলা দায়ের হয়।
গ্রেফতার মোঃ পরশ মন্ডল (২৩) নাটোর জেলার বাগাতিপাড়া থানার বেগুনিয়া এলাকার মোঃ পল্টু মন্ডলের ছেলে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে আসছিল। অবশেষে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে পরশ। তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।