আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি নারীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে: রিজভী

নারীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে: রিজভী

by Prokash Kal
৯৯ views

প্রকাশকাল ডেস্ক:

দেশে নারী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ক্যাম্পাসে নারীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। তাদের মদদেই হেনস্তার ঘটনা ঘটছে।

শনিবার (৮ মার্চ) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, দেশজুড়ে নারীদের প্রতি হেনস্তার ঘটনা বেড়েই চলছে। অনলাইনে তাদের বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে। বর্হিবিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসাবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তার ঘটনা ঘটছে। পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। দেশে যেন অশুভ শক্তির উদয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত