আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি নাশকতার মামলায় বিএনপির ২৩০ নেতাকর্মীকে অব্যাহতি

নাশকতার মামলায় বিএনপির ২৩০ নেতাকর্মীকে অব্যাহতি

by Prokash Kal
৯০ views

প্রকাশকাল ডেস্ক :
গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীনসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি প্রদান করেন।

মঙ্গলবার (৪ মার্চ) রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো.জিন্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন্নবী খান সোহেল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস, সেক্রেটারি সুলতানা আহম্মেদ ও মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি করে পুলিশ। রমনা থানার উপ-পরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডাঃ এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির ২৩০ নেতা কর্মীকে অব্যাহতির সুপারিশ করে আদালতে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক আবু হানিফ। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান দণ্ডবিধি আইনের অংশটি গ্রহণ করে ডাঃ জাহিদ-জয়নুলসহ ২৩০ জনকে অব্যাহতি প্রদান করেন।

এছাড়া বিশেষ ক্ষমতা আইনের অংশটি বিচারের জন্য ঢাকা মহানগর আদালতে বদলির আদেশ দেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত