আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

by Prokash Kal
৩৪ views

প্রকাশকাল ডেস্ক:
সরকারের প্রস্তাবে রাজি হয়ে আগামি বছরের মার্চ মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করবে তাবলিগ জামাত। পাশাপাশি, গত আয়োজনে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ সাজা নিশ্চিতের দাবি জানায় তাবলিগ জামাতের শুরায়ে নেজাম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাবলিগের কার্যক্রম শুরায়ে নেজামের তত্ত্বাবধানেই হবে। বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির কথা বলেন বক্তারা।

এ সময় মার্চ মাসের ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করতে সরকারের বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেন শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।

সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, গত আয়োজনে সাদপন্থীদের মাধ্যমে ইজতেমায় হামলা হয়েছে। তবে এ ঘতনাত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সাদপন্থীরা ইজতেমা আয়োজনের কোনো অধিকার রাখে না। তারপরও তারা চেষ্টা করলে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত