
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পানিতে তলিয়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি (৩৫) নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার (২০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরানপাড়া গ্রামে। নিহত মনিরুজ্জামান মনি ওই গ্রামের মোঃ আব্দুস সালাম সরকারের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান মনি তাঁর ছেলে , ভাগিনা হাবিবুর শেখ (১২) এবং বৃদ্ধ পিতাকে নিয়ে একটি ডিঙ্গি নৌকায় ধান ভাঙাতে স্থানীয় চিনাধুকুরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। এসময় সাঁতার না জানা সন্তানকে বাঁচাতে মনিরুজ্জামান মনি প্রাণপণ চেষ্টা করেন এবং পানির নিচ থেকে ছেলেকে উপরে ধরে রাখেন। উপস্থিত লোকজন তাঁর পিতা, ভাগিনা ও সন্তানকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও মনির নিজে পানির নিচে তলিয়ে যান।
পরে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর মনিরের নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করে। এর আগেই তাঁর মৃত্যু ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
নিহতের পিতা আব্দুস সালাম সরকার বলেন,“নৌকায় করে কয়েক বস্তা ধান ও নাতি-নাতনিকে নিয়ে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ ঢেউয়ে নৌকা ডুবে গেলে আমার ছেলে নাতি মাসুমকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে। কিন্তু আমরা নিরাপদে উঠলেও আমার ছেলে আর বাঁচতে পারেনি।”
এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।