
সাহিদ হাসান:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার নওগাঁর পত্নীতলায় পাবলিক মাঠে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ ভরে উঠলেও সমাবেশ শেষে নোংরা হয়ে যায় পুরো প্রাঙ্গণ।
রোববার (৭ সেপ্টেম্বর) নজিবুল্লাহ চৌধুরীর নির্দেশনা ও মন্টু চৌধুরীর তত্ত্বাবধানে মাঠের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মন্টু চৌধুরীর নেতৃত্বে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে নামেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অভিযানে অংশ নেন নজিপুর পৌর সমবায় দলের আহ্বায়ক মিলন কাজী , সদস্য সচিব দেলোয়ার মন্ডল, সদস্য নজিপুর পৌর ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নাহিদ হাসান , নজিপুর কলেজ ছাত্রদলেরসহ সভাপতি আবু হুরায়রা বিল্লা, মাহমুদুল, সোয়াইবসহ ছাত্রদল, যুবদল ও সমবায় দলের অসংখ্য নেতাকর্মী।
মন্টু চৌধুরী বলেন, বিএনপি সবসময় গণমানুষের দল। আমরা শুধু আন্দোলন-সংগ্রামে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করে থাকি। আজকের পরিচ্ছন্নতা অভিযান তারই অংশ।
নাহিদ হাসান বলেন, রাজনীতি মানেই জনসেবার অঙ্গীকার। তাই সমাবেশ শেষে পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।