আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ পত্নীতলায় হাসপাতাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন খাজা নজিবুল্লাহ চৌধুরী

পত্নীতলায় হাসপাতাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন খাজা নজিবুল্লাহ চৌধুরী

by Prokash Kal
৭৫ views

সাহিদ হাসান:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ-২ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী খাজা নজিবুল্লাহ চৌধুরী বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করেন।

এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে সেবা করে এসেছে। আমরা শুধু রাজনীতি নয়, সমাজের উন্নয়নেও কাজ করতে চাই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিইএইচও খালিদ সাইফুল্লাহ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা সভাপতি মন্টু চৌধুরী, সদস্য নজিপুর পৌর ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নাহিদ হাসানসহ ছাত্রদল, যুবদল ও সমবায় দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার ও বৃক্ষরোপণ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত