
নিজস্ব প্রতিবেদক:
‘শিক্ষা প্রগতি অস্থির ভাইয়ের মূলনীতি’ এই স্লোগানকে সামনে রেখে মরহুম এ্যাডভোকেট কবীর হোসেনের সুপুত্র, সমাজসেবক ও তরুণ নেতা রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির হোসেন অস্থির এর পক্ষ থেকে এস.এস.সি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১২ টায় রাজশাহীর পবা থানার মতিয়াবিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে জিসাসের রাজশাহী জেলা সভাপতি, মো নুর বলেন , নতুন প্রজন্মই আগামী দিনের দেশনেতা। তাদের সফলতা ও অগ্রগতিতে আমরা গর্বিত। ছাত্রদের মধ্যে মেধার বিকাশে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় রাজশাহী মহানগর সাবেক ছাত্র নেতা শহীদুল বলেন, পবা উপজেলার প্রত্যেকটি স্কুলে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এ সময় তিনি পবা মোহনপুর বাসির নায্য অধিকার ফিরে পেতে নাসির হোসেন অস্থিরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
জিসাস রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক মো আলম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে জিসাসের রাজশাহী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ সুমনসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা , শহীদ জিয়াউর রহমান ও এ্যাডভোকেট কবীর হোসেনের রুহের মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।