আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নারীর সংবাদ সম্মেলন

পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নারীর সংবাদ সম্মেলন

by Prokash Kal
৩৮২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুলিশ কমিশনার, ডিসি, মতিহার থানার ওসি ও মতিহার থানার সেকেন্ড অফিসারকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাইকা খাতুন শিল্পী নামে এক নারী।

রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শিরোইল পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় বিভাগীয় প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে শিল্পী বলেন, মো গোলাম জাকির হোসেন বিটন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ প্রতারণা ও নিয়মিত ধর্ষণ করে। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করতে গেলে তৎকালীন থানার এসআই একরামুল ( বর্তমানে পবা থানায় কর্মরত) আমার অভিযোগ গ্রহণ করে না বরং আমাকেই ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। পরবর্তীতে এ বিষয়ে পুলিশ কমিশনার স্যার, ডিসি স্যার কে জানালে তারা বিষয়টি আমলে নিয়ে অপরদিকে গ্রেফতার করে।

জাকিরের বাসা বোয়ালিয়া থানার সামনে হওয়ায় থানার সাথে তার সক্ষতা ছিলো।

শিল্পী আরো বলেন, গত ৫ আগষ্টের পর দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে তার প্রমাণ আবারও পেলাম। এক বছরের হয়রানি ও নিপীড়নের শিকারের পর আমি জাকিরের মুখোশ উন্মোচন করতে পেরেছি।

আমার মতো অসহায় নারীকে সহায়তা করার জন্য পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানায়। সঠিক নিউজ প্রকাশ করার জন্র গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর বোয়ালিয়া থানার আলুপট্রি বিসমিল্লাহ টাওয়ারের ৪র্থ তলার ভাড়াকরা ফ্ল্যাট থেকে জাকির হোসেন বিটনকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত