আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

by Prokash Kal
১২৪ views

প্রকাশকাল ডেস্ক:
পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে। সোমবার (০৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্টেডিয়ামটির নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। পরে বিসিবির নেতৃত্বে আসে পরিবর্তন—সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের ইঙ্গিত দেন। এরপর বাতিল করা হয় আগের দরপত্র।

স্টেডিয়াম প্রকল্পের আওতায় মাঠের পাশাপাশি একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, আধুনিক প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার নির্মাণের পরিকল্পনা ছিল। বিসিবি পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পেয়েছিল। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পে বিশ্বমানের এক ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার কথা ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত পরিবর্তনের ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত