আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে: পরিবেশ উপদেষ্টা

প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে: পরিবেশ উপদেষ্টা

by Prokash Kal
১০২ views

প্রকাশকাল ডেস্ক:
৬৪টি নদীর পরিষ্কার কর্মপরিকল্পনা নেয়া হলেও, সবগুলো সংস্কারের সময় নেই। তবে ৭টি নদী নিয়ে কাজ শুরুর চেষ্টা করবে অর্ন্তবর্তী সরকার এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩১ মে) রাজধানীর পানি ভবনে ‘রোড টু গ্রিন ম্যানিফেস্টো’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অর্ন্তবর্তী সরকার চায় সামনের রাজনৈতিক সরকার বুড়িগঙ্গা নদীটি পরিষ্কার করবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তুরাগের সৌন্দর্যবর্ধনে ও ওয়ার্ড ব্যাংক তুরাগ নদী উদ্ধারে সহযোগিতা করবে।

বুড়িগঙ্গা উদ্ধারে প্রয়োজনীয় সময় এই সরকারের হাতে নেই বলেও জানান উপদেষ্টা। বলেন, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে।

এছাড়া তরুণ নেতৃত্বের বিরুদ্ধে কোন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ যেন না উঠে সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে।

ঢাকার রাস্তা থেকে আনফিট বাস সরাতে জুন থেকে সর্বশক্তি দিয়ে কাজ চলবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক (ডিএনসিসি) মোহাম্মদ এজাজ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত