
সাহিদ হাসান:
ডিজিটাল প্রযুক্তির বিকাশের সাথে সাথে সাংবাদিকতার ক্ষেত্রেও আসছে নতুন নতুন পরিবর্তন। সংবাদ সংগ্রহ ও প্রচারের দ্রুততম মাধ্যম হিসেবে ‘মোবাইল জার্নালিজম’ এখন বিশ্বজুড়ে সাংবাদিকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি ধারণা। এই প্রেক্ষাপটেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘মোবাইল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিভাগের ল্যাব রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাই বাংলার এডিটর মোহা. মোস্তাফিজুর রহমান এবং জার্নালিজম বিভাগের ল্যাব এক্সিকিউটিভ মো. মাহমুদুল ইসলাম মুন্না।
এতে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন। কো-অর্ডিনেট করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।
চারটি সেশনে শিক্ষার্থীদের মোজোর তাত্ত্বিক ও ব্যবহারিকদিকগুলো হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে শিক্ষার্থীদের ছবি তোলা, ফটোকার্ড তৈরি, সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, ভিডিওর ফ্রেমিং, শট ডিভিশন, ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি), লাইভ সম্প্রচার এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে দ্রুত সম্পাদনার কৌশল শেখানো হয়। শিক্ষার্থীরা সরাসরি অনুশীলনের মাধ্যমে সংবাদ তৈরির অভিজ্ঞতা অর্জন করেন।
এছাড়াও শিক্ষার্থীদের মোজোর বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজর গোলাম রব্বানী।
কর্মশালার শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, মোবাইল সাংবাদিকতা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেবে। এজন্য সবারই এ প্রযুক্তি দক্ষভাবে আয়ত্ত করা জরুরি।
সভাপতির বক্তব্যে শাতিল সিরাজ শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্লাসরুমের বাইরে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু বই পড়েই নয়, বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েই শিখুক।
মো সাজ্জাদ হোসেন বলেন, আধুনিক যুগে সাংবাদিকরা মোবাইল ফোন ব্যবহার করে মুহূর্তেই সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচার করতে সক্ষম হচ্ছেন। একজন সাংবাদিকের হাতে এখন সবচেয়ে বড় শক্তি হলো স্মার্টফোন। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং একটি পূর্ণাঙ্গ নিউজরুম।
কর্মশালার প্রশিক্ষক মোহ. মোস্তাফিজুর রহমান মোবাইল সাংবাদিকতার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ। তাই তারা চাইলে খুব সহজেই মোবাইল সাংবাদিকতা চর্চা করতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. আমান সরকার জানান, মোবাইল সাংবাদিকতা বিষয়ক এই সেমিনার তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। তিনি বলেন, আমরা আগে মোবাইল ফোনকে কেবল যোগাযোগ বা সামাজিক মাধ্যমে ব্যবহারের যন্ত্র হিসেবে ভাবলেও এখন বুঝতে পারছি এটি একটি পূর্ণাঙ্গ সাংবাদিকতার হাতিয়ার।
কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।