
নিজস্ব প্রতিবেদক :
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের আয়োজনে “AI FOR NEXTGEN LEADERS” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ফাইজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. আব্দুল আওয়াল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের কনভেনর ড. মস্ট. হাজেরা খাতুন, এক্সিকিউটিভ মেম্বারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কনভেনর ড. মস্ট. হাজেরা খাতুন। এরপর বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. ফাইজার রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মো. ইমদাদুল ইসলাম, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, নেটকম লার্নিং বাংলাদেশ।
আলোচক নেটকম লার্নিং বাংলাদেশের মেন্টর ও স্পিকার তানভীর খান “Why AI is essential for all?” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। প্রধান বক্তা মো. ইমদাদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে “Steps Of Early Career Start” বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং ক্যারিয়ার গঠনে LinkedIn ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
সেশনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর Q&A সেশন অনুষ্ঠিত হয় এবং Calicoz এর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয়ের বিষয় নয় বরং নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা হিসেবে দেখতে অনুপ্রাণিত হবেন।