
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা’ নিয়ে বিশেষ সেমিনার। জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের মিডিয়া ল্যাবে আয়োজিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ। ‘এমবিবিএস পরীক্ষার সনদ বিক্রি’সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি সারা দেশে বেশ সমাদৃত।
হাসান মিসবাহ বলেন, ‘সাংবাদিকতায় বেতন নাই এমন কথা খুব প্রচলিত। কিন্তু উল্টো বাস্তবতায় আছে। অনেক নিউজ চ্যানেল ভাল বেতন দিতে চাইলেও দক্ষ লোক পাচ্ছে না। যারা কাজ জানেন তাদের প্রত্যাশিত সুযোগ-সুবিধা দিয়েই নিয়োগ দিচ্ছে ভাল চ্যানেলগুলো। ‘
নতুন আরো কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসতে যাচ্ছে জানিয়ে হাসান মিসবাহ আরো বলেন, ‘শিক্ষার্থীদের বলবো, এখন থেকেই শুরু করুন। পড়ালেখার পাশাপাশি হাতে-কলমে কাজ করুন, ল্যাবে সময় দিন। সাংবাদিকতার আগামীর প্রেক্ষাপটে আপনারাই লিড দেবেন। ‘
স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পরিকল্পনা, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হয় সে বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সেমিনারে প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। এতে আরো বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও জেসিএমএস বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আরআইএম গোলাম রাব্বানী, শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন এবং মোহা. মোস্তাফিজুর রহমান।