আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়

by Prokash Kal
৯৯ views

প্রকাশকাল ডেস্ক:
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছে। এ ধরনের মন্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রফিকুল আলম জানান, বাংলাদেশ মনে করে ভারতের এই ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন যে, ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে।

এছাড়াও তিনি জানান, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

ফারাক্কা চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করে মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে দেখছে এবং তাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত