
শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বদন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবী নাগরিক সমাজ (বিনাস) এর উদ্যোগে বদন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট অনুষ্ঠানে বিনাসের সাধারন সম্পাদক আইনুল হক পলাশের সঞ্চালনায় ও হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব সরদার।
খেলায় মুগাইপাড়া স্প্রোটিং ক্লাব বাগমারা টিভির পরিচালক আফজাল হোসেনের বাগমারা টিভিকে ২-০ বদনে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মচমইল ডিগ্রি কলেজের অধ্যাপক মাহাবুর রহমান,মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, শরিফুল ইংলিশ একাডেমির পরিচালক শরিফুল ইসলাম,আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বাগমারা উপজেলার সভাপতি দুলাল শাহ,বিএনপি নেতা রহিদুল, জালাল উদ্দীন,ডা: এমরান আলী,ব্যবসায়ী গিয়াস মাহমুদ,ডা:সাহেব আলী ও বিপ্লবী নাগরিক সমাজ (বিনাসের) সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি শরিফুল ইসলাম,ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ,প্রচার সম্পাদক রুবেল হক,অর্থ সম্পাদক হাফিজুর রহমান,সদস্য রায়হান হক,রাব্বানী,লালচাঁন,ফরহাদ,আমিনুল সহ বিপ্লবী নাগরিক সমাজ (বিনাসের) সকল সদস্যবৃন্দ।