আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী বিদায়ী বিভাগীয় কমিশনারের সাথে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতির সাক্ষাৎ

বিদায়ী বিভাগীয় কমিশনারের সাথে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতির সাক্ষাৎ

by Prokash Kal
১৯৯ views

নিজস্ব প্রতিবেদক:

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রাজশাহী বিভাগের জনবান্ধব বিদায়ী কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেছেন।

দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির আগামীকাল বিনিয়োগ বোর্ডের নতুন কর্মস্থলে যোগদান করবেন। আজ তার রাজশাহীতে বিভাগীয় কমিশনার হিসেবে শেষ কর্মদিন ছিল। তিনি রাজশাহীতে বিভাগীয় কমিশনার হিসাবে যোগদানের পর থেকে রাজশাহী বিভাগের প্রশাসনিক কার্যক্রম নিষ্ঠার সাথে পালন করেছেন। আজ সকালে তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। এরপর তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার হিসেবে শেষ দিনের দায়িত্ব পালন করেন।

রোববার (১ ডিসেম্বর) বেলা তিনটায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান তার সাথে সাক্ষাৎ করেন এবং রাজশাহীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

বিদায়ী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির রাজশাহীতে দায়িত্ব পালন কালে সহযোগিতার জন্য রাজশাহীর সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় প্রকাশকালের সম্পাদক রাজীব আলী ও প্রকাশকালের সিনিয়র চীফ রিপোর্টার শেখ মো. রুমেল উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত