
প্রকাশকাল ডেস্ক:
বিপিএলের গ্রুপ পর্বে দুই ম্যাচ বাকি আছে দুর্বার রাজশাহীর। রোববার (২৬ জানুয়ারি) নিজেদের ১১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে এনামুল হক-তাসকিনদের রাজশাহী। তবে তাদের একাদশে নেই কোন বিদেশি।
বিপিএলের শুরু থেকে রাজশাহীর একাদশে নিয়মিত খেলছেন রায়ান বার্ল। চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে দলকে জিতিয়েছেন তিনি। পাকিস্তানের হারিস রউফও নিয়মিত রাজশাহীর জার্সিতে খেলেছেন।
কিন্তু ঢাকার শেষ পর্বে রাজশাহীর একাদশে নেই তারা। অভিযোগ পাওয়া গেছে, পারিশ্রমিক বিতর্কের কারণে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। দেশি ক্রিকেটাররা রোববার বাকি পারিশ্রমিকের আংশিক হাতে পেয়েছেন।
খাম হাতে ছবি পোস্ট করে সেটা তারা জানানও দিয়েছেন। এনামুল হক বিজয়ের পোস্ট করা ওই ছবিতে ছিলেন না কোন বিদেশি ক্রিকেটার। তারা বাকি থাকা প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন বলেই অভিযোগ উঠেছে।
গতকাল (শনিবার) ছিল বিসিবির ১৭তম বোর্ড পরিচালকদের সভা। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থা করবে বিসিবি।
রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, এনামুল হক, ইয়াসির রাব্বি, আকবর আলী, এসএম মেহরব, সানজামুল ইসলাম, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।