আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

by Prokash Kal
১৭৩ views

আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘দুজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরও চিকিৎসা বিশেষজ্ঞ পাঠানো হবে।’

প্রসঙ্গত, সোমবারের (২১ জুলাই) দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তার এই বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে অব্যাহত যোগাযোগ চলছে।

বিবিসি আরও জানায়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে, বেশিরভাগ আহতের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক ও নার্সসহ জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত