আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে পদক্ষেপ: শ্রম উপদেষ্টা

বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে পদক্ষেপ: শ্রম উপদেষ্টা

by Prokash Kal
১৩৩ views

প্রকাশকাল ডেস্ক:
শ্রমিকদের পাওনা আগামী বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে পরিশোধ করতে হবে। না হলে কারখানা মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৯৯ ভাগ গার্মেন্টসে বেতন ভাতা হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবেন না। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে।

সাখাওয়াত হোসেন জানান, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া, পাকিস্তানি এক শ্রমিক নেতা আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তারা অভিযোগ তুলে নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের আমলে ফৌজদারি অপরাধে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়গুলো আইএলওকে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত