
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরাম এর উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম খান লিখন এর সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
প্রধান বক্তা ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আল আমিন প্রমূখ নেতৃবৃন্দ।