আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ১৬টি মোবাইলসহ গ্রেপ্তার ১

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ১৬টি মোবাইলসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
১৮১ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তারসহ ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি ইমরান মিঠু (২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

গত ১৬ জুলাই রাত সাড়ে ৩টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো: পারভেজ হাসান ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় হয়ে অটোরিকশায় রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে। একজন হাতে হাসুয়া এবং অন্যজন টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত ছিনতাই মামলা রুজু হয়।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

পরবর্তীতে আজ রোববার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার এসআই মো: নাসির উদ্দিনের নেতৃত্বে র্যাব-৫ এর টেকনিক্যাল টিম ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় রাজশাহী মহানগরীর বাজেকাজলা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়ের আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা এই ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত