আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home শিক্ষা ও সংস্কৃতি ব্র্যান্ডিং ও নেতৃত্বে অনন্য মাইলফলক: এনএসইউ এমবিএ ক্লাবের আয়োজনে ব্র্যান্ডএজ সম্পন্ন

ব্র্যান্ডিং ও নেতৃত্বে অনন্য মাইলফলক: এনএসইউ এমবিএ ক্লাবের আয়োজনে ব্র্যান্ডএজ সম্পন্ন

by Prokash Kal
১২৮ views

প্রকাশকাল ডেস্ক:

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এমবিএ ক্লাব সফলভাবে আয়োজন করেছে তাদের ফ্ল্যাগশিপ সেমিনার “দ্য ব্র্যান্ডএজ: বি এ ব্র্যান্ড মায়েস্ত্রো”। গত রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিশিষ্ট একাডেমিক ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় শিল্পখাতের নেতৃবৃন্দ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।

সেমিনারে ব্র্যান্ডিং, মার্কেটিং এবং ব্যবসায়িক নেতৃত্বের পরিবর্তিত ধারা নিয়ে সমৃদ্ধ আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। তিনি বাস্তব ব্যবসায়িক জগতের সঙ্গে একাডেমিক শিক্ষার সেতুবন্ধন তৈরি করে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড ইকনমিক্স স্কুলের ডিন প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম এবং মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. খন্দকার মো. নাহিন মামুন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং এমবিএ ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. এফ. জে. মোহাইমেন।

তিনি কর্মসূচির মূল কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক এবং এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক প্রফেসর ড. রফিউদ্দিন আহমেদ প্যানেল কো-অর্ডিনেটর হিসেবে সেমিনারকে সমৃদ্ধ করেন।

সেমিনারের মূল আকর্ষণ ছিল প্রাণবন্ত প্যানেল আলোচনা। এতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিএমও জোহেব আহমেদ বাংলাদেশের মার্কেটিং অঙ্গনের বিবর্তন তুলে ধরেন। সেভেন রিংস সিমেন্টের হেড অব মার্কেটিং আতীক আকবর এআই যুগে মার্কেটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মির্জা মো. ইলিউশ একজন প্রকৃত ব্র্যান্ড মায়েস্ত্রোর গুণাবলী বর্ণনা করেন এবং হোমটাউন বাই গোযায়ানের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং মাহির আবিদ বাজারের চাহিদা বোঝার গুরুত্ব তুলে ধরেন।

কৌশল প্রণয়নে সহায়তা করে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ, আর বাস্তবায়নে নেতৃত্ব দেয় এনএসইউ এমবিএ ক্লাবের কোর টিম। সভাপতি শেউম আল সালেহিন, সাধারণ সম্পাদক মানস বণিক এবং যুগ্ম সম্পাদক হাসিবুল হকসহ পুরো টিম অতিথি ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রচার ও সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করে তোলে।

একাডেমিক নেতৃত্ব এবং ব্যবহারিক ব্যবসায়িক অন্তর্দৃষ্টির সমন্বয়ে “দ্য ব্র্যান্ডএজ: বি এ ব্র্যান্ড মায়েস্ত্রো” এনএসইউ এমবিএ ক্লাবের একটি মাইলফলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। এই আয়োজন শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেনি, বরং বৈশ্বিক ব্র্যান্ডিং জগতে বাংলাদেশের সম্ভাবনা ও গুরুত্বও আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত