আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হতে ইসলামী আন্দোলনের আহ্বান

ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হতে ইসলামী আন্দোলনের আহ্বান

by Prokash Kal
১৯৮ views

প্রকাশকাল ডেস্ক:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ন্যাককারজনক। কোনও সভ্য দেশে এমন ঘটনা ঘটতে পারে না। এজন্য ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আদোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ। দূতাবাসে হামলা ও বাংলাদেশবিরোধী ভারতীয় উসকানির প্রতিবাদে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করে।

মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পুরনো পল্টন থেকে বিজয়নগর পানির ট্যাংক ঘুরে পল্টন মোড়ে শেষ হয়।

এর আগে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুখের গ্রাস সরে যাওয়ায় ভারত ক্ষেপে গেছে। নানা রকম উসকানি দিয়ে যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে তারা।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষ খুশি। ফ্যাসিবাদীদের পরাজয় ভারত মেনে নিতে পারছে না। ফ্যাসিবাদের দোসর ছাড়া বাংলাদেশ এখন ভালো চলছে, ভারতের কথায় বাংলাদেশ আর চলবে না। ভারতের উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত