আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

by Prokash Kal
১২৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিক মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা এ আহব্বান জানান।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মঞ্জুরুল হক নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন এবং লুটপাট দুর্নীতির বিরুদ্ধে লেখনির মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছেন ‌। তার হাত দিয়ে উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় অসংখ্য সাংবাদিক তৈরি হয়েছে। তারা আজ জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন‌।

রাজশাহীতে আজ মঞ্জুরুল হকের মত সাংবাদিকের অভাব বিরাজ করছে এবং তাঁকে অনুসরণ করে তরুণ সাংবাদিকরা এগিয়ে যাবেন বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রকাশকালের সম্পাদক রাজীব আলী বলেন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিকের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে হবে ।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন , সাংবাদিক মঞ্জুরুল হকের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নিরো, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বীমা কর্মী অ্যাড. হুমায়ন কবির পিন্টু, সাংবাদিক মোজাম্মেল বাবু, রাজীব আলী, মো. আল আমীন হোসেন, শহীদ পরিবারের সদস্য হাসানি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান (টাইগার) প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সাংবাদিক মঞ্জুরুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত