আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home শিক্ষা ও সংস্কৃতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান

মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান

by Prokash Kal
৭৫ views

নিজস্ব প্রতিবেদক:
মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় উদ্দ্যোগে শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর নামোভদ্রা এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম মাদানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহানগর ওলামা বিভাগের সভাপতি, মাওলানা মোঃ রুহুল আমীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়তে ইসলামী একটি সুসংগঠিত ও একটি আদর্শিক সংগঠন। শিক্ষার বিষয়ে সর্বচ্চ অগ্রধিকার ও গুরুত্ব দিয়ে থাকেন এই সংগঠনের নিতি নির্ধারকগণ। তিনি আরও বলেন, সারাদেশে সরকারী স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মাদ্রাসাগুলোকে সরকারী এমপিওভূক্ত করা হবে। সেই লক্ষে আমাদের কাজ চলছে। আগামী জাতীয় নির্বাচণে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে। তাহলে শিক্ষা ক্ষেত্রে সর্বচ্চ অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি মাদ্রাসাগুলির শিক্ষারমান উন্নত করা-সহ প্রতিষ্ঠানগুলিকে এমপিওভূক্ত করা হবে ইনশাআল্লাহ্।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এমাজ উদ্দীন মন্ডল।

সাংগঠনিক সম্পাদক, মোঃ জসিম উদ্দিন সরকার, মহানগর নায়েবে আমির, এ্যাডভোকেট আবু মোঃ সেলিম।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাক্ষ মোকাদ্দাসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য, আলহাজ্ব সালাম, মহানগর ওলামা বিভাগের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক, তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত